• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রংপুরের সঙ্গে না খেলেই ফাইনালে যাবে কুমিল্লা!


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৭, ০১:৩৪ পিএম
রংপুরের সঙ্গে না খেলেই ফাইনালে যাবে কুমিল্লা!

ঢাকা: ঢাকার আকাশ মেঘলা। শনিবার থেকেই গুঁড়ি গুঁড় বৃষ্টি হচ্ছে। রোববারও আকাশ মেঘলা রয়েছে। সন্ধ্যায় কোনো কারণে বৃষ্টিতে ম্যাচ ভেসে নিয়ে গেলে কপাল পুড়বে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের। লাভ হবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। রংপুরের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার না খেলেই ফাইনালে চলে যাবে দলটি।

বিপিএলের নিয়মানুযায়ী, কোনো কারণে এলিমেনেটর বা কোয়ালিফায়ারের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে লিগ পর্বে বেশি পয়েন্ট পাওয়া দল পরের ধাপে চলে যাবে। সে হিসেবে  রোববার সন্ধ্যায় হওয়া ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে কুমিল্লা ঢাকার সঙ্গে ১২ ডিসেম্বর ফাইনাল খেলবে। কারণ লিগ পর্বে রংপুরের চেয়ে এগিয়ে রয়েছে কুমিল্লা। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ফাইনাল ম্যাচেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও ঢাকায় বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সন্ধ্যায় বৃষ্টি নাও হতে পারে। আপাতত রংপুর প্রার্থন করছে, যাতে কোনোভাবেই বৃষ্টি না নামে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Wordbridge School
Link copied!