• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাজারে মৌসুমি ফল আসা শুরু


বিশেষ প্রতিনিধি মে ২৫, ২০১৮, ০৩:৩৩ পিএম
রাজধানীর বাজারে মৌসুমি ফল আসা শুরু

ঢাকা : রাজধানীর বাজারে আসতে শুরু করেছে লিচু-আমসহ নানা মৌসুমি ফল। দাম খুব একটা বেশি না হলেও মান নিয়ে সংশয়ে ক্রেতারা। এদিকে চাহিদা বাড়ায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে অপরিবর্তিত আছে সবজির দাম।

রমজান মাসে ইফতার আয়োজনে ফলের কদর বেশ ভালোই। আর তাই তো ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারের ফলের দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

বাজারে লিচুর সরবরাহ বেশ ভালো। মানভেদে একশো লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকায়। আনারস ও বাঙ্গি প্রতিটি ২০ থেকে ৩০ টাকা দামে। আর তরমুজ বিক্রি হচ্ছে আকারভেদে ৬০ থেকে ২০০ টাকায়। এখনও পরিপক্ব না হলেও দেখা মিলছে আম-কাঁঠালের।

রোজায় চাহিদা বেড়েছে মুরগির। সেই সঙ্গে বেড়েছে দামও। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়। আবার বাজাভেদেও আছে দামের ভিন্নতাও।

বেগুনের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তবে বাড়েনি অন্যান্য সবজির দাম।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!