• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবির উপাচার্য হলেন এম আব্দুস সোবাহান


রাবি প্রতিনিধি মে ৭, ২০১৭, ০৬:২১ পিএম
রাবির উপাচার্য হলেন এম আব্দুস সোবাহান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আবদুল সোবাহানকে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (৭ মে) বিকেলে আব্দুস সোবহানকে নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপণ প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথবার চার বছরের জন্য রাবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন এম আবদুল সোবাহান।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!