• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক গলফে স্বর্ণ জিতলেন রোজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৬, ২০১৬, ১১:০৫ এএম
রিও অলিম্পিক গলফে স্বর্ণ জিতলেন রোজ

এবারের রিও অলিম্পিকে গলফের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। যদিও আসরে জিকা ভাইরাস আতঙ্কে অংশগ্রহন করেননি সেরা গলফাররা। তবুও অলিম্পিক ইতিহাসে ১১২ বছর পর এবার আবার চালু হয়েছে গলফ। আর মূল্যবান এ খেলায় শেষ পর্যন্ত স্বর্ণ জিতে নেন গ্রেট ব্রিটেনের জাস্টিন রোজ।

পারের চেয়ে ১৬ শট কম খেলে সেরা হয়েছেন রোজ। আর ১৪ শট কম খেলে সুইডেনের হেনরিক স্টেনসনকে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। যদিও বিশ্ব ৠাংকিংয়ে রোজ থেকে এগিয়ে স্টেনসন। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার।

অলিম্পিকের গলফ টুর্নামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে ওয়াইল্ড কার্ড ছাড়া অংশ নিয়েছিলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে আসরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। ৬০ জনের এ খেলায় তিনি হয়েছেন ৫৮তম।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!