• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোববার টার্ফে গড়াচ্ছে যুব হকি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৭, ০৮:৩১ পিএম
রোববার টার্ফে গড়াচ্ছে যুব হকি

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় রোববার (১৫ জানুয়ারি) থেকে টার্ফে গড়াচ্ছে ‘অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা’র ২৬তম আসর। এদিন বিকেল তিনটায়  রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বর্তমান চ্যম্পিয়ন (সর্বাধিক ১২ বারের শিরোপাধারী) বিকেএসপি বনাম বরিশাল জেলার খেলা দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনাল হবে।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৩৯ দল। গতবার অংশ নিয়েছিলো ৩৬ দল। অংশ নেয়া খেলোয়াড়দের বয়সসীমা অনুর্ধ-১৮ বছর। ‘ক’ এবং ‘খ’ এই দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে দলগুলো। গ্রুপ পর্ব শেষে ৪ ফেব্রুয়ারি দুপুর  টায় ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘খ’ গ্রুপ রানার্সআপের মধ্যে হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ। একই দিনে দুপুর তিনটায় দ্বিতীয় সেমিতে ‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘ক’ গ্রুপ রানার্সআপ দলের।  

দুই সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো ৫ ফেব্রুয়ারি দুপুর তিনটায় অংশ নেবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। এরপর সেমির জয়ী দলরা ফাইনাল খেলবে ৬ ফেব্রুয়ারি। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!