• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তা দিন: ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল


আদালত প্রতিবেদক আগস্ট ৩০, ২০১৭, ০৬:৫৪ পিএম
রোহিঙ্গাদের সহায়তা দিন: ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল

ঢাকা: মায়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করা মুসলিম রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবীদের সংগঠন ন্যশনাল ল’ইয়ার্স কাউন্সিল।

একইসঙ্গে সীমান্তে রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্মম খুনের ঘটনা বন্ধের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে এ বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

তিনি বলেন, নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমরা জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করেছে। মানবিক বিবেচনায় তাদের জানমাল রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে রোহিঙ্গাদের প্রতি মানবিক মূল্যবোধের কথা বিবেচনায় নেয়া উচিত।

সম্প্রতি মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে। নির্যাতন সহ্য না করতে পেরে জীবন বাঁচাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। যারা ইতিমধ্যে এদেশে প্রবেশ করেছে তাদেরকে সার্বিক সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!