• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে ফের গাড়ি হামলায় নিহত ১, আহত ১০


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০১৭, ০৯:৩৯ এএম
লন্ডনে ফের গাড়ি হামলায় নিহত ১, আহত ১০

ঢাকা: ব্রিটেনে ফিন্সবারি পার্কে পথচারীদের ওপর গাড়ি নিয়ে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। ঘটনার পরপরই গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) উত্তর লন্ডনের সেভেন সিস্টারস রোডে একটি মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

মাত্র কিছুদিন আগেই লন্ডন ব্রিজ এলাকায় একই ধরনের হামলা চালানো হয়। পুলিশ এই ঘটনাকে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।

সংবাদ মাধ্যম জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালককে আটকের পাশাপাশি আহতদের উদ্ধার করে পুলিশ। আহতদের মধ্যে বেশিরভাগই মুসলিম বলে জানা গেছে। গাড়ি চালক একজন শ্বেতাঙ্গ পুরুষ বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এরমধ্যেই সেভেন সিস্টারস রোড ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সেভেন সিস্টার্স রোডের এক বাসিন্দা জানিয়েছেন, হামলার ঘটনায় তিনি লোকজনকে চিৎকার করতে দেখেছেন। তিনি বলেন, একটি ভ্যান লোকজনকে চাপা দিচ্ছিল। সে সময় আতঙ্কিত লোকজন চিৎকার করছিল। সাদা একটি ভ্যান ফিন্সবারি পার্ক মসজিদের সামনে দাঁড়িয়েছিল। নামাজ শেষে বের হওয়ার পর লোকজনের ওপর সেটি হামলা চালায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!