• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাহোর কালান্দার্সে মোস্তাফিজের অধিনায়ক ম্যাককালাম


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৮, ১১:৪৪ এএম
লাহোর কালান্দার্সে মোস্তাফিজের অধিনায়ক ম্যাককালাম

ঢাকা: দুবাইয়ে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে মুলতান সুলতানস। শুক্রবার রাত ১০টায় মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স লড়বে মুলতান সুলতানসের বিপক্ষে। এরই মধ্যে দুবাই উড়ে গেছেন কাটার মাস্টার। 

মোস্তাফিজের লাহোর কালান্দার্স এবার শক্তিশালি দলই গড়েছে। দলটির নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্রেন্ডন ম্যাককালামের হাতে। ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন ও প্রোটিয়া ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্ট খেলবেন লাহোরে। স্থানীয়দের মধ্যে রয়েছেন ফখর জামান-উমর আকমলদের মতো তারকারা। দলটির কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদের হাতে। 

লাহোর কালান্দার্স দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), সুনীল নারাইন, ক্রিস লিন, মোস্তাফিজুর রহমান, উমর আকমল, অ্যান্টন ডেভচিচ, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), ফখর জামান, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, আমের ইয়ামিন, বিলাওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহেন শাহ আফ্রিদি, গুলাম মুদাসসর, মিচেল ম্যাকক্লিনঘান, গুলরিয়াজ সাদাফ, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ।

সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ক্রিস লিন/ ক্যামেরন ডেলপোর্ট, সুনীল নারাইন, ফখর জামান, উমর আকমল, সোহেল আখতার, আমের ইয়ামিন, সোহেল খান, ইয়াসির শাহ, মোস্তাফিজুর রহমান, শাহেন শাহ আফ্রিদি।

সাপোর্ট স্টাফ: আকিব জাভেদ (প্রধান কোচ), কবির খান (সহকারী কোচ), আতিক-উজ-জামান (ফিল্ডিং কোচ), কাইল মিলস (বোলিং কোচ)

সোনালীনিউজ/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!