• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘লুইস ঝড়’ থামাতে পারছে না রাজশাহী


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৭, ০২:১৪ পিএম
‘লুইস ঝড়’ থামাতে পারছে না রাজশাহী

ফাইল ছবি

ঢাকা: ঢাকার হয়ে ব্যাট হাতে নেমে ঝড় তুলেছেন এভিন লুইস। তাঁকে থামাতেই পারছেন না রাজশাহী কিংসের বোলাররা। এরই মধ্যে লুইস ফিফটি তুলে নিয়ে ৫৫ রানে অপরাজিত আছেন। এ প্রতিবেদন লেখার সময় ঢাকা ৮ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৬ রান তুলেছে। এর আগে আউট হয়ে গেছেন শহীদ আফ্রিদি (১৫) ও জহুরুল ইসলাম (১৩)। দুজনকেই বোল্ড করে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
 
শনিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। ঢাকা ডায়নামাইটসের প্রধান শক্তি তাদের ৫ বিদেশি খেলোয়াড়। ক্যামেরন ডেলপোর্টের জায়গায় দলে ঢুকেছেন কুমার সাঙ্গাকারা।

সাকিব-নারাইন-আফ্রিদির স্পিন আক্রমণে টুর্নামেন্টের প্রায় সব দলকেই ভুগিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ধীরে ধীরে দলীয় ছন্দ ফিরে পাচ্ছে রাজশাহী। দলের হয়ে দেশি খেলোয়াড়রা নিয়মিতই নৈপুণ্য দেখাচ্ছেন।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, সাদ্দাম হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), নাদিফ চৌধুরী ও কাইরন পোলার্ড।

রাজশাহী কিংস: ড্যারেন স্যামি (অধিনায়ক), মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), ফরহাদ রেজা, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, জেমস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলী, হাবিবুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!