• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শক্তিশালী ব্যাটারির নকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ফোন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০১৭, ১০:০৪ এএম
শক্তিশালী ব্যাটারির নকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ফোন

ঢাকা: নকিয়া এবার বাজারে আনতে যাচ্ছে স্বল্প মূল্যের অ্যান্ড্রয়েড ফোন নকিয়া ২। ফোনটির ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোতে বলা হচ্ছে, এতে থাকতে পারে সর্বনিন্ম ৪ দশমিক ৭ থেকে সর্বোচ্চ ৫ ইঞ্চি পর্যন্ত ৭২০পি এইচডি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ৭ নুগ্যাট অপারেটিং সিস্টেম।

তবে স্ন্যাপড্রাগন ২১০ চিপসেটটির সঙ্গে ৭২০পি ডিস্পলে ব্যবহারের ফলে ফোনটি অনায়াসে ৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন মান নিয়ন্ত্রণ সংস্থার একটি ডকুমেন্ট (নথি) অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ২১০, ১.৩ গিগাহার্জ গতিসম্পন্ন কোয়াডকোর প্রসেসর, সঙ্গে থাকছে ৪০০০ এমএএইচ ধারণক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

যদিও ফোনটিতে ফাস্ট চার্জিংয়ের কোনো সুবিধা নেই। তবে সঙ্গে থাকা ৫ ভোল্ট ২ অয়াম্পেয়ার আউটপুটের চার্জারটির মাধ্যমে ফুল চার্জ হতে দুই ঘণ্টা লাগতে পারে। ফোনটির দাম ১২০ ডলারের কাছাকাছি হতে পারে বলে জানা গেছে।

যারা বিগত দিনের নকিয়া হ্যান্ডসেটের মতো ব্যাকআপসমৃদ্ধ ফোনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য নকিয়া ২ ফোনটি বেশ উপকারে আসবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!