• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৮, ০৫:৪৫ পিএম
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন তার স্বজনরা। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিবও।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে তার শ্বশুর আব্দুল মান্নান থানায় জিডি করেন।

বানানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নাসিরের ভায়রা নাইম আহমেদ জুলহাস গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বানানী ‘আর এম’ নামে একটি গ্রুপে যান নাসির। সেখন থেকে বের হয়ে নাসির তার স্ত্রী ও মন্ত্রণালয়ের লোকজনের সাথে কথাও বলেন। কিন্তু দুপুর ২টার পর তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড টাওয়ারে সপরিবারে থাকেন নাসির। এলাকায় একটি ক্লাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কামরুজ্জামান মাহবুব নামে একজনের সঙ্গে তার বিরোধ রয়েছে। নিখোঁজ হওয়ার পেছনে তারও হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন জুলহাস।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!