• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা জিতেই প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৭, ০৯:১৪ পিএম
শিরোপা জিতেই প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস

ঢাকা: আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার টিকিট আগেই নিশ্চিত হয়েছিল। শনিবার (৪ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রফি ছোাঁয়ার  অপেক্ষায় প্রহর গুনছিল। অবশেষে সেটিও ধরা দিল। দিন শেষে তাই ডাবল আনন্দ নিয়েই বাড়ি ফিরল বসুন্ধরা কিংসের সমর্থকরা।

এদিন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে অগ্রণী ব্যাংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বসুন্ধরা কিংস। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই। নিজেদের সপ্তদশ ম্যাচে এটা বসুন্ধরার দশম জয়। তাদের পয়েন্ট ৩৫। আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা। দ্বিতীয় স্থানে থাকা নোফেল (নোয়াখালী-ফেনী-লক্ষীপুর) স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ১৬ ম্যাচে ২৮। পক্ষান্তরে ১৭ ম্যাচে এটা অগ্রণী ব্যাংকের অষ্টম হার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে নবম স্থানে (১০ দলের মধ্যে)। অথচ লীগের প্রথম লেগে এই বসুন্ধরাকেই রুখে দেয়ার কৃতিত্ব দেখিয়েছিল অগ্রণী ব্যাংক (০-০)।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোল শূন্য। জয় পেয়ে মরিয়া দুই দলই দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সর্ব শক্তি নিয়োগ করে খেলে। ৬৩ মিনিটে গোল খেয়ে বসে বসুন্ধরা। আমির হাকিমের গোলে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক (১-০)। হতাশ হয়ে পড়ে বসুন্ধরার সমর্থকরা। তাদের মধ্যে চলে আসে পিনপতন নিরবতা। তবে ৬৮ মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা। এ সময় ফ্রি কিকের চলতি বল ডান পায়ে লাগিয়েই গোলরক্ষক শামীম হোসেনকে হতভম্ভ করে বল জালে পাঠান কাঞ্চন (১-১)। সাথে সাথে গগন বিদারী চিৎকারে মেতে উঠে বসুন্ধরা সমর্থকরা। ম্যাচের ৮২ মিনিটে তাদের আনন্দ আরও বেড়ে যায়। এ সময় বা প্রান্ত দিয়ে আরিফ হোসেন বল নিয়ে যে ক্রস করেন তা কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশ করেন আবারও সেই কাঞ্চন (২-১)।

এরপর অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি অগ্রণী ব্যাংক। শেষ বাঁসি বাজার সাথে সাথে বসুন্ধরার সমর্থকরা বিশাল দলীয় পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়ে। জয়ের নায়ক কাঞ্চনকে কাঁধে নিয়ে মাঠ প্রদক্ষিণ করে সতীর্থরা। ৮ নভেম্বর ইয়ংমেন্সের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে  চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!