• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার বন্ধ থাকবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০১৭, ০৮:০৫ পিএম
শুক্রবার বন্ধ থাকবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়

ঢাকা: ছাত্রদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সিকিউরিটি গার্ড ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জের ধরে শুক্রবার(৩ মার্চ) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিনের সকল ক্লাস ও পরীক্ষা পরবর্তিতে নেয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশের ভাটারা থানা ও বসুন্ধরা সিকিউরিটি গার্ডদের মধ্যে ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদের দাবি অনুযায়ী আহত ছাত্রের চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বহন করবে বসুন্ধরা গ্রুপ। দোষী সিকিউরিটি গার্ডদের শাস্তি ও ছাত্রদের সঙ্গে মার্জিত আচরণ করার অঙ্গীকার করেছে গ্রুপটি বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার(মার্চ) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুকে নিরাপত্তা প্রহরীরা বেধড়ক মারধর করে। পরে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করা হলে পুলিশ এসে নিরাপত্তা প্রহরীদের পক্ষে অবস্থান নেয়। এঘটনার প্রতিবাদের আজ সকালে ছাত্ররা সমাবেশ ও বিক্ষোভ করলে নিরাপত্তারক্ষীদের পিটুনিতে এক শিক্ষার্থী আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রাতে ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিন জানান, পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে রয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!