• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে হবে’


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৮, ০৮:৫৯ পিএম
‘শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে হবে’

ছবি: নাঈম পারভেজ অপু

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরের দুঃসহ স্মৃতি নিয়ে গত বছর শেষ করেছিল বাংলাদেশ। প্রোটিয়া ঝড়ে ভালই ওলটপালট হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। বিদায় নিয়েছেন কোচ হাথুরুসিংহে। নেতৃত্ব হারিয়েছেন মুশফিকুর রহীম। তবে বছর ঘুরতেই জয়ের ধারায় লাল সবুজের দল। টাইগারদের প্রথম শিকার জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের দুঃসহ স্মৃতি ভুলে জয় দিয়ে নতুন বছর শুরু করতে পারায় বেশ উচ্ছ্বসিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (১৫ জানুয়ারি) ম্যাচ শেষে পুরস্কার মঞ্চে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরটা আমাদর জন্য খুব  কঠিন ছিল। সেই দুঃসহ স্মৃতি ভুলতে এইর জয় জরুরি ছিল। নতুন বছর জয় দিয়ে শুরু করতে পেরে খুব ভালো লাগছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে হবে আমাদের।’

মাশরাফি বলেন, ‘১৭১ তাড়া করতে নেমে আমাদের একটি বা দুটি জুটি দরকার ছিল। আমরা সেটা পেয়েছি। আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। এনামুল দারুণ শুরু করেছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। তামিম তো অসাধারণ ব্যাটিং করেছে। অনেকদিন পর তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছে সাকিব। সবার প্রচেষ্টায় এই জয় এসেছে।’

বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘উইকেট একটা ভূমিকা রাখবে এটা আমরা আগেই জানতাম। কারণ, কয়েক দিন ধরে সূর্য না উঠায় কুয়াশা জমে। এই সুযোগে বোলাররা দারুন করেছে। সাকিব অসাধারণ। আশা করি আমরা এ ধারা অব্যহত রাখতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!