• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলার শিকার বেরোবি শিক্ষার্থী


বেরোবি (রংপুর) প্রতিনিধি এপ্রিল ১৯, ২০১৭, ০৫:৪৩ পিএম
সন্ত্রাসী হামলার শিকার বেরোবি শিক্ষার্থী

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাফায়াত শিকদার নামে প্রখম বর্ষের এক শিক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত প্রায় ২টার দিকে ক্যাম্পাস সংলগ্ন পার্কের মোড়ে রফিক হোটেলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু মিলে ভাত খেতে যান রফিকের হোটেলে। সেখানে খাবার ম্যানু নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রড ও ধারালো অস্ত্র দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সাফায়াত আটকা পড়ে যান।

সূত্র আরো জানায়, হোটেলের ঝাপ বন্ধ করে সাফায়াতকে অমানুষিক শারীরিক নির্যাতন করা হয়। এতে তার হাতের কবজি, মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয় ।

এ বিষয়ে হোটেল মালিক রফিক বলেন, তারাই আগে আমাদের উপর হামলা করেছে। আমরা পরে তাদেও উপর হাত উঠিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এরশাদ আলী জানান, আহত শিক্ষার্থীর সহপাঠিরা এ বিষয়টি জানিয়েছেন। তবে লিখিতভাবে এখনো কোনো অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলেই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকা বলেন, বিষয়টি মঙ্গলবার (১৮ এপ্রিল) জেনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!