• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরে ভাসছে লাখ পিস ইয়াবা! কক্সবাজার


কক্সবাজার প্রতিনিধি জানুয়ারি ১৩, ২০১৮, ১০:০৩ পিএম
সাগরে ভাসছে লাখ পিস ইয়াবা!  কক্সবাজার

কক্সবাজার: জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ভাসমান ৪ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজীব শনিবার(১৩ জানুয়ারি) দুপুরে একথা জানান।

তিনি বলেন, মিয়ানমারের একটি মাছ ধরার ট্রলারে করে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবর পেয়ে তার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল ১২ জানুয়ারি ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি সাগরে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলারকে থামতে বললে, ইয়াবা পাচারকারিরা পলিথিন মোড়ানো ব্যাগ সাগরে ফেলে দিয়ে ট্রলারটি চরে রেখে পালিয়ে যায়। পরে ভাসমান পলিথিন ব্যাগে ৪ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধার ইয়াবার দাম প্রায় ২১ কোটি টাকা। চরে আটকা ট্রলারটি কোস্ট গার্ডের নজরদারিতে রয়েছে এবং ট্রলারে তল্লাশি চালিয়ে আর কোন ইয়াবা পাওয়া যায়নি বলে জানান তিনি। উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!