• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে ভূমিকম্পের পরেই কালবৈশাখী


নিজস্ব প্রতিবেদক, সিলেট এপ্রিল ২৯, ২০১৭, ০১:১৮ এএম
সিলেটে ভূমিকম্পের পরেই কালবৈশাখী

সিলেট: দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা বিশেষত হাওরাঞ্চল ও সিলেট ভূমিকম্পে কেঁপে ওঠার পর পরেই আঘাত হানে কালবৈশাখী।

শুক্রবার (২৮ এপ্রিল) দিনগত রাত ১০টা ৪৭ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। এর কয়েক মিনিট পরেই শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত ১০টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প হয়। কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ২০৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

অপরদিকে, আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ গণমাধ্যমকে জানান, মৃদু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর পরপরই ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়। এখনও কম্পনের মাত্রা জানা যায়নি।

সিলেট বিভাগীয় শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে। তবে এই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। 

উল্লেখ্য, এর আগে ১৮ এপ্রিল রাতে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!