• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি পুর্নগঠন


আদালত প্রতিবেদক জুলাই ১২, ২০১৭, ০১:১৪ পিএম
সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি পুর্নগঠন

ঢাকা: নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি (জিএ) পুর্নগঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ কমিটি পুর্নগঠন করে আদেশ জারি করেন। বুধবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতির নেতৃত্বে নতুন কমিটিতে অন্তুর্ভূক্ত করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি সৌমেন্দ্র সরকার।

এর আগের কমিটিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন।

এ কমিটির সুপারিশ অনুসারে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলামূলক বিভাগীয় ব্যবস্থা নেয় আইন মন্ত্রণালয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!