• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরির কাছে রাজা, জিম্বাবুয়ের লিড ২৬২


ক্রীড়া ডেস্ক জুলাই ১৬, ২০১৭, ০৯:১৩ পিএম
সেঞ্চুরির কাছে রাজা, জিম্বাবুয়ের লিড ২৬২

ঢাকা: রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কাঁপাকাঁপি শুরু হয়েছিল জিম্বাবুয়ের। ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে মনে করিয়ে দিচ্ছিল তাদের ক্ষয়ে যাওয়ার কথা। কিন্তু সিকান্দার রাজার ব্যাটে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় দিন শেষে তারা ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ২৫২ রান। সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছেন সিকান্দার রাজা। তিনি ৯৭ রানে ব্যাট করছেন। তাঁর সঙ্গী ম্যালকম ওয়েলার আছেন ৫৭ রানে। সব মিলিয়ে জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ২৬২ রানের।
 
১৪ রানে রিগিস চাকাবাকে(৬) হারিয়ে শুরু। এরপর একে একে ফিরে গেছেন মুসাকান্দা (৬), হ্যামিল্টন মাসাকাদজা (৭) ও ক্রেইগ আরভিন (৫)। জিম্বাবুয়ে যখন একটু থিতু হওয়ার চেষ্টা করছে ঠিক তখন আউট হন শন উইলিয়ামস (২২)।

ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজা ও পিটার মুর ধাক্কা সামলে জিম্বাবুয়েকে কক্ষ পথে রাখেন।দু’জনে মিলে যোগ করেন ৮৬ রান। ৮৯ বলে ৪০ রান করেন মুর। তাঁর বিদায়ের পর রাজার সঙ্গে জুটি বাধেন ম্যালকম ওয়েলার। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন থেকে এই জুটির সংগ্রহ ১০৭ রান। দু’জনই ফিফটি করেছেন। রাজা ৯৭ রানে অপরাজিত আছেন ১৫৮ বল খেলে। সাত চারের সঙ্গে ছয় মেরেছেন একটি। এবং ওয়েলারের রান ৫৭। তিনি এই রান করেছেন ৭৬ বলে আট চারের সাহায্যে।

৮৫ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন হেরাথ। ১টি উইকেট পেয়েছেন লাহিরু কুমারা ও দিলরুয়ান পেরেরা।

এরআগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৪৬ রানে। ফিফটি পেয়েছেন উপুল থারাঙ্গা ও অধিনায়ক দিনেশ চান্ডিমাল। থারাঙ্গা ১০৭ বলে ৭১ এবং চান্ডিমাল ১০০ বলে ৫৫ রান করেছেন। পাশাপাশি আসেলে গুনারত্নে ৪৫ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪১ রান করেন। ১২৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন গ্রায়েম ক্রেমার। ২টি উইকেট পেয়েছেন শন উইলিয়ামস।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!