• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি


কুড়িগ্রাম প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৮, ০৬:৫১ পিএম
সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ছবি: সোনালীনিউজ

কুড়িগ্রাম : জেলার সোনাহাট স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও উত্তেজনায় ভোটগ্রহণ স্থগিত করে বন্দর এলাকার ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল ইসলাম আব্বাসী স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে সোনাহাট স্থলবন্দর লোড-আনলোড অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনটির সাবেক সভাপতি তবিজ উদ্দিন গ্রুপ ও সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য ভোটগ্রহণ স্থগিত করে স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল ইসলাম আব্বাসী জানান, সোনাহাট স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিকদের নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ভোটগ্রহণ স্থগিত করে বন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!