• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি সফর শেষে ইসরায়েলে ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক মে ২২, ২০১৭, ০৯:৩৫ পিএম
সৌদি সফর শেষে ইসরায়েলে ট্রাম্প

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে সৌদি আরব সফর দিয়ে বিদেশ সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২২ মে) সৌদি সফর শেষ করে ইসরাইলে গিয়েছেন তিনি। এবারের সফরে ফিলিস্তিনি এলাকাও পরিদর্শন করবেন ট্রাম্প। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে আরব ও মুসলিম নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা দেয়ার পর তিনি ইসরায়েল যান। মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে টানা নয়দিনের এই সফরে দুই দিন তিনি ইসরায়েলে অবস্থান করবেন। এ সময়ে তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও বসবেন । মঙ্গলবার (২৩ মে) বেথেলহেমে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তিকে ‘চূড়ান্ত চুক্তি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। কিন্তু এই চুক্তির বাস্তবায়ন কীভাবে হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। এই বিষয়টি দু’পক্ষের ওপর ছেড়ে দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন কর্তৃপক্ষের সরাসরি কথা বলে বিষয়টি মিমাংসা করে নেয়াটাই ঠিক হবে বলে মত দিয়েছেন তিনি।

তার এই সফরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিবাদমান ইস্যুগুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!