• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটলেন ১০ কিলোমিটার (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৫, ২০১৬, ০৩:২১ পিএম
স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটলেন ১০ কিলোমিটার (ভিডিও)

স্ত্রী মারা গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু ৫০ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে স্ত্রীর দেহ নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তাই পাশে ১২ বছর বয়সী মেয়ে আর কাঁধে স্ত্রীর চাদর মোড়া মৃতদেহ নিয়ে হেঁটেই গ্রামে ফিরছিলেন দানা মাঝি।

ভারতের সব থেকে পিছিয়ে পড়া এবং দরিদ্রতম জেলাগুলির একটা– ওড়িশার কালাহান্ডির বাসিন্দা মাঝি। দশ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তাঁর গ্রাম আরও ৫০ কিলোমিটার দূরে। এমন সময়ে স্থানীয় একটি টি ভি চ্যানেলের সাংবাদিকরা দেখতে পান মৃতদেহ কাঁধে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন, পাশে একটি বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে হাঁটছে। ওই সাংবাদিকদের কাছ থেকেই জানা গেছে পুরো ঘটনা।

ওড়িশার সংবাদমাধ্যম তো বটেই, ভারতের জাতীয় গণমাধ্যমগুলিও এই মর্মান্তিক ঘটনার খবর দিয়েছে বৃহস্পতিবার সকালে। মাঝিকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, তাঁর স্ত্রী বুধবার সকালে যক্ষ্ণায় মারা যান ভবানীপাটনা শহরের একটি সরকারী হাসপাতালে। মৃতদেহ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছিয়ে দেয়ার জন্য ভারতের অন্যান্য রাজ্যের মতো ওড়িশাতেও একটি সরকারী প্রকল্প রয়েছে ‘মহাপ্রয়ান’ নামে।

ফেব্রুয়ারী মাসে চালু হওয়া ওই প্রকল্পের জন্য ৪০টি অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। কিন্তু মাঝির অভিযোগ জেলা হাসপাতাল তাঁর মৃত স্ত্রীর জন্য কোনও গাড়ি দিতে অস্বীকার করে। ‘হাসপাতালে সবাইকে অনুরোধ করেছিলাম স্ত্রীর দেহ নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিতে। কেউ সাহায্য করে নি। উপায় না দেখে কাঁধে স্ত্রীর দেহ নিয়ে মেয়েকে সঙ্গে করে হেঁটেই গ্রামে ফিরছিলাম,’ জানিয়েছেন দানা মাঝি।

সংবাদমাধ্যমের কর্মীরা দানা মাঝির কথা শুনে ফোন করেন জেলা শাসককে। আর্জি জানান সাহায্য পাঠানোর জন্য। জেলাশাসকের হস্তক্ষেপে গাড়ি আসে। কিন্তু তার আগেই স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে মাঝি হেঁটেছেন ১০ কিলোমিটার। বাকি ৫০ কিলোমিটার রাস্তা সেই গাড়িতে চেপেই স্ত্রীর দেহ আর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরেছেন দানা মাঝি। সৎকারের জন্য দেওয়া হয়েছে সরকারী সাহায্যও।

রাজ্যের ক্ষমতাসীন বিজু জনতা দলের সংসদ সদস্য কালিকেম সিংহ দেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেযা এক পোস্টে বলেন, এ ঘটনার সত্যতা যাচাই ও যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় এক মন্ত্রীকে আহ্বান জানিয়েছি। 

সূত্র : বিবিসি বাংলা

সোনালীনিউজ/ঢাকা/এএম
 

Wordbridge School
Link copied!