• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত


শেরপুর প্রতিনিধি এপ্রিল ২৪, ২০১৭, ১০:৩১ এএম
হাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

শেরপুর: জেলার শ্রীবরদীতে হাতির আক্রমণে রিবন মারাক নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে শ্রীবরদীর বালিজুড়ি খ্রিষ্টানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিবন উপজেলার বালিজুড়ি এলাকার খ্রিষ্টানপাড়ার লিপন সাংমার ছেলে।

বালিজুড়ি সদর বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, গেলরাত সাড়ে ১২টার দিকে বালিজুড়ি খ্রিষ্টানপাড়ার রিবন মারাকের বোরো ধান ক্ষেতে হাতির পাল হানা দিলে তিনি ওই হাতিগুলো তাড়াতে ডাক চিৎকার করতে থাকেন। এ সময় হাতির পাল তাকে ধাওয়া করলে সে দৌঁড়ে নিজ ঘরে আশ্রয় নেয়। হাতির দল তার ঘরে আক্রমন করে রিবনকে পায়ে পিষ্ট করে এবং তার স্ত্রী শৈল সাংমা ও ছেলে বিজয় সাংমাকে আহত করে।

পরে গুরুত্বর আহত রিবনকে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কুরুয়া বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!