• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদকে বিশেষ ধন্যবাদ সাকিবের


ক্রীড়া ডেস্ক মে ২৬, ২০১৮, ০৩:৫২ পিএম
হায়দরাবাদকে বিশেষ ধন্যবাদ সাকিবের

ফাইল ছবি

ঢাকা: ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয় সাকিব আল হাসানের। বিশ্বসেরা এই অলরাউন্ডারের কারণেই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কেকেআর। টানা৭ বছর পর শাহরুখ খানের দল ছেড়ে দিলে সাকিবকে লুফে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব-রশীদের নৈপুন্যে এরইমধ্যে একাদশ আসরের ফাইনালে উঠেছে হায়দরাবাদ।  

শুক্রবার (২৫ মে) ইডেনে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে উঠে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করে আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেয়ার পাশাপশি ব্যাট হাতে মাত্র ১০ বলে করা ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

অপর দিকে ১৬ দিয়ে একটি উইকেট নেয়ার পাশাপাশি ২৪ বলে ২৮ রান করে দয়ের জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে প্রথমেই সাকিবের প্রতিক্রিয়া জানতে চায় সম্প্রচারক টেলিভিশন চ্যানেল। এ সময় হায়দরাবাদকে বিশেষ ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, আমি এনিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের ফাইনালে খেলতে যাচ্ছি। আমাকে সবগুলো ম্যাচে খেলানোর জন্য সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ। তবে কিছু খেলায় আমি আমার সেরাটা দিতে পারিনি। আমি বলব হায়দরাবাদের জন্য এটা ছিল একটা ভালো টুর্নামেন্ট।

ফাইনাল নিয়ে বলতে গিয়ে সাকিব বলেন, ‘ফাইনালে আমাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তারা একটি দুর্দান্ত দল। তাদের সঙ্গে আমাদের চূড়ান্ত পরীক্ষা হবে।’

কলকাতার সঙ্গে শ্বাসরুদ্ধকর এ ম্যাচ জয় প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা আমাদের সবার জানা, শেষ দুই তিন ওভারে ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারে। এই জায়গায় এসে অনেকেই হেরে যায়, আবার জয় নিয়েও মাঠ ছাড়ে।’

জয়ের মূলমন্ত্র কী ছিল? সাকিবর বলেন, ‘আমরা তাদের স্নায়ুভাবে চাপে রাখতে চেয়েছি। আজ আমরা অন্যদিনের জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। খেলার টার্নিং পয়েন্ট হল, মাঝ পথে বোলিং করে আমি এবং রশিদ খান, রবিন উথাপ্পা ও দিনেশ কার্তিকদের বোল্ড করে খেলার মোর ঘুরিয়ে দিয়েছি।

আর শেষ ওভার করা বোলার কার্লোস ব্রাথওয়েট সম্পর্কে সাকিব বলেন, ‘তিনি একজন ভাগ্যবান মানুষ। আমরা তাকে হারিয়েই ফেলেছিলাম, আজ আবার ফিরে তিনি আমাদের জয় উপহার দিলেন।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!