• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০১৭, ০৯:৪৭ পিএম
২ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু

ফাইল ছবি

ঢাকা: বৈরি আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রজধানীর সদরঘাট ও মানিকগঞ্জের দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে লঞ্চ ও ফেরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রবল ঝড়ের কারণে এই দুই রুটের লঞ্চ ও ফেরি চলাচল সামায়িক বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

এর ফলে রাজধানী সদরঘাটে অপেক্ষমান লঞ্চের সিডিউলে দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচলের অন্যতম রুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। ফলে ওই রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!