• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবারও পেছাল এইচএসসি পরীক্ষা


নিজস্ব প্রতিবদেক মে ২৪, ২০১৬, ০৬:২৩ পিএম
আবারও পেছাল এইচএসসি পরীক্ষা

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২৭ মে নেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে তা আবারও পেছাল।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ওই দিনের এইচএসসি ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা ১২ জুন রোববার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় ও বিকেলের পরীক্ষা ২টায় শুরু হবে।

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ১২ জুন।

গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা হরতালের কারণে গত ৮ ও ১২ মের এইচএসসি ও সমমানের পরীক্ষাও পেছানো হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!