• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর নামেই হবে বিপিএল


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২০, ০৯:২২ এএম
বঙ্গবন্ধুর নামেই হবে বিপিএল

ঢাকা : এখন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই স্থায়ীভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাত দলের এ টুর্নামেন্ট হচ্ছে বেশ জাকজমকপূর্ণভাবে। দেশি-বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে মাঠের লড়াইয়ে ছড়িয়েছে উত্তাপ, উত্তেজনা। উঠে এসেছে একঝাঁক তরুণ ক্রিকেটার। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১৭ জানুয়ারি। ফ্রাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের নাম স্থায়ীভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির গতকালের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেন বোর্ডের নীতিনির্ধারকরা। সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা এই বছর বিপিএল করলাম বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছিল। আমরা এটা চালিয়ে যাব। আজকে (গতকাল) সিদ্ধান্ত নিয়েছি, বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে।’

এবারের বিপিএল সফল দাবি করে নাজমুল হাসান আরও বলেছেন, ‘এবারের আসরের প্রতিটি দলই ছিল ভারসাম্যপূর্ণ। শেষ পর্যন্ত বোঝা যায়নি কে প্রথম, দ্বিতীয় হবে। এ ছাড়া স্থানীয় ক্রিকেটাররা যেভাবে পারফরম্যান্স করেছে, সেটাও দারুণ। এখন পর্যন্ত বিপিএল নিয়ে কোনো অভিযোগ নেই। মাঠ, ব্রডকাস্ট সবকিছুই পারফেক্ট। তিনদিন আর খেলা বাকি। আশা করছি এটাও বেশ ভালোভাবে যাবে।’  

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!