ঢাকা: চুক্তি স্বাক্ষরের জন্য এরই মধ্যে পিএসজিতে পৌঁছে গেছেন লিওনেল মেসি। এল ইকুইপে যে তথ্য পরিবেশন করছে, তাতে জানা যাচ্ছে লিওনেল মেসি দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন পিএসজির সঙ্গে।
মেসির বার্সা-বিচ্ছেদের কথা যখনই শুনেছিলেন পিএসজি তারকা নেইমার, তখন থেকেই উঠেপড়ে লেগেছেন প্রিয় বন্ধুকে নিজের ক্লাব পিএসজিতে আনার জন্য।
আরও পড়ুন : পিএসজিতে ৩০ নম্বর জার্সি নেওয়ার কারণ জানালেন মেসি (ভিডিও)
অবশেষে তার স্বপ্নটা পূরণ হল। মেসি প্যারিসে যোগ দেওয়ার পর নেইমার তাই চেপে রাখতে পারলেন না সুখবরের কথা। দুজনের বন্ধত্বের একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, আবারো একসঙ্গে।

বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। মেসির আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
তবে ফের বার্সাতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন মেসি নিজেই। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।
সোনালীনিউজ/এআর







































