• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘খোঁজ নিয়ে দেখুন সরকারি চাকুরিজীবীদের অধিকাংশই ঋণগ্রস্ত’


নিউজ ডেস্ক আগস্ট ১১, ২০২২, ০৭:১৫ পিএম
‘খোঁজ নিয়ে দেখুন সরকারি চাকুরিজীবীদের অধিকাংশই ঋণগ্রস্ত’

ঢাকা: আপনার ইনকাম যদি দৈনিক ৪৯০টাকা হয় তাহলে আপনি সরকারি অফিসের অফিস সহায়কের চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি ৬০০ টাকা হয় তাহলে আপনি একজন সৈনিকের চেয়ে বেশি আয় করেন৷ আপনার ইনকাম যদি হয় ৮০০ টাকা তবে আপনি সরকারি ২য় শ্রেণির কর্মকর্তার সমতুল্য ইনকাম করেন৷  

আপনার ইনকাম ১২০০ হলে আপনি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাকে ধরে ফেলেছেন৷ 

সরকারি অফিসের অধিকাংশের দৈনিক মজুরি ৪৮০ টাকা থেকে ৮০০ টাকা'র মধ্যে যা একজন চায়ের দোকানদার, ঝাল মুড়ি মামা, চটপটি বিক্রেতা কিংবা রিক্সাওয়ালার চেয়েও কম। তাই কথায় কথায় সরকারি চাকুরিজীবীদের বেতন আকাশ সমান বৃদ্ধি করা হয়েছে তাই দুনিয়ায় যাই হোক তারা বেহেশতে বসবাস করে এই ধারণা থেকে বেরিয়ে আসুন।  

একজন চাকুরিজীবীর লাইফস্টাইল আর চায়ের দোকানদারের লাইফস্টাইল এক হবে না এটাই স্বাভাবিক কিন্তু ব্যবসায়ীদের মূল্যস্ফীতির সাথে সমন্বয় করার সুযোগ থাকলেও চাকুরিজীবীদের বেতন শেষ বৃদ্ধি পেয়েছে ২০১৫ সালে৷ খোঁজ নিয়ে দেখুন যারা চাকুরিজীবী তাদের অধিকাংশই বর্তমানে ঋণগ্রস্ত।

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!