• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

‘চলচ্চিত্রের সোনালী অতীত ফেরাতে এই সংগঠনের যাত্রা’


বাবুল হৃদয় অক্টোবর ২, ২০১৭, ০৬:১০ পিএম
‘চলচ্চিত্রের সোনালী অতীত ফেরাতে এই সংগঠনের যাত্রা’

ঢাকা: যারা এখন কাজ করছে, ফিল্ডে আছে, ব্যস্ত, তাদের নিয়ে গঠিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। তাদের কাজের উৎসাহ ধরে রাখতে, চলচ্চিত্রের সোনালী অতীত ফিরিয়ে আনতে এই সংগঠনের যাত্রা’।র সোনালী অতীত ফিরিয়ে আনতে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’।

রেশারেশি  নয়, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতেই এই সংগঠন। শুধু চলচ্চিত্রকে ভালোবেসে, চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে আমাদের এই ফোরাম। সোমবার (২ অক্টোবর) ‍দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর পরিচিতি সভায় এ কথা বলেন, সংগঠনের অন্যতম কার্য-নির্বাহী সদস্য সুপারস্টার শাকিব খান।

ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, নির্মাতা, শিল্পী-কলাকুশলীদের নিয়ে গঠিত হলো চলচ্চিত্রের নতুন সংগঠনটি। চলচ্চিত্র ফোরামের অন্যান্যরা হলেন, প্রযোজক মোহাম্মদ হোসেন (সহ-সভাপতি), ড্যানি সিডাক (সহ-সভাপতি), নাদের চৌধুরী (সহ-সভাপতি), কামাল মো. কিবরীয়া লিপু (যুগ্ম সাধারণ সম্পাদক), এমবি ইকবাল (সাংগঠনিক সম্পাদক), চিত্রনায়িকা মৌসুমী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), কমল পাটেকর (কোষাধ্যক্ষ), ওমর সানি, শাকিব খান, অমিত হাসান, কাজী মারুফ, বুবলী, বিদ্যা সিনহা মিম, ববি (কার্যনিবাহী সদস্য)।

পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি সবাইকে চলচ্চিত্রের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শক্তিমান অভিনেতা আহমেদ শরিফের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। মূল পর্বের উপস্থাপনার দায়িত্বে ছিলেন আলোচিত দুই নায়িকা মৌসুমী ও নুসরাত ফারিয়া।

সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী হায়াত, সভাপতি নাসির উদ্দিন দিলু, কার্য-নির্বাহী সদস্য ওমর সানী, কার্য-নির্বাহী সদস্য শাকিব খান, আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফারহান আমিন নুতন।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!