• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিবি নির্বাচনে জিতলেন দূর্জয়, হারলেন ভুলু


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ০৪:২৭ পিএম
বিসিবি নির্বাচনে জিতলেন দূর্জয়, হারলেন ভুলু

ঢাকা: অবশেষে অবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলেন নাইমুর রহমান দুর্জয়। তবে পরাজিত হয়েছেন এম এ আওয়াল চৌধুরী ভুলু। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে টানা বিকাল ৫টা পর্যন্ত  ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বিসিবি পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে নাইমুর রহমান দুর্জয় ও কিশোরগঞ্জ থেকে আশফাকুল ইসলাম নির্বাচিত হয়েছে। বরিশাল বিভাগে বিসিবির সাবেক পরিচালক আব্দুল আওয়াল চৌধুরী ভুলুকে টেক্কা দিয়ে নতুন পরিচালক হয়েছেন আলমগীর হোসেন আলো।

ঢাকা বিভাগের ১৮ কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সেখানে দুর্জয় ও আশফাকুল প্রত্যেকে সমান ১৩ ভোট করে পেয়েছেন। ৭ ভোট পেয়েছেন নারায়নগঞ্জের তানভীর আহাম্মেদ টিটু। বরিশাল বিভাগের সাত ভোটের মধ্যে চার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন আলো।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২০ জন পরিচালক। ফলে ঢাকা বিভাগের দু’জন এবং বরিশালের একজন পরিচালকের পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!