• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজ জিতবে বাংলাদেশ, বললেন হাবিবুল


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৮, ২০১৮, ০৩:৪৯ পিএম
সিরিজ জিতবে বাংলাদেশ, বললেন হাবিবুল

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জেতার দ্বারপ্রান্তে চলে এসেছিল বাংলাদেশ দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ ১৩ বলে ১৪ রান নিতে পারেননি মুশফিক-সাব্বিররা। ফলে তীরে এসে তরী ডুবিয়েছে সফরকারিরা। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে লাল সবুজের জার্সিধারীরা। শনিবার (২৮ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে স্বাগতিক ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার যা বললেন, তাতে খুশি হতে পারেন সমর্থকরা।  

একটি জাতীয় দৈনিক কে জাতীয় দল নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা কিন্তু সিরিজের দুইটি ম্যাচই ভালো খেলেছি। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে দলের খেলোয়াড়রা। তবে সমস্যা হয়েছে ফিনিশিংয়ে। যে কারণে আমরা জেতা ম্যাচ হেরেছি।’

সাবেক এই অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে জয়টা হাতের নাগালে ছিল। সিরিজ নিশ্চিত হয়ে গেলে দলের সবাই নির্ভার থাকত। এখন কঠিন হয়ে গেল সিরিজটা। আর সেন্ট কিটসে উইকেটে ফ্লাট হয়। এ ধরনের উইকেটে ওয়েস্ট ইন্ডিজ আবার শক্তিশালী। তবে আগের দু’ম্যাচে যেভাবে পারফর্ম করছে দল সেভাবে এগোতে পারলে জিতবে বাংলাদেশই।’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যে ভুল করেছেন মুশফিকরা একই পরিস্থিতিতে যদি আজও পড়ে যায় বাংলাদেশ তাহলে কী হবে? হাবিবুল বাশার বলেন, ‘এবার জিতবে বাংলাদেশ। কারণ একই রকম অবস্থায় আমরা বেশ কয়েকটি ম্যাচ যেমন হেরেছি তেমনি জিতেছিও। এ ধরনের পরিস্থিতিতে এক ওভার আগেই মেরে ম্যাচ বের করা উচিত।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে যে ব্যাটসম্যান ক্রিজে থাকে তাকেই সিদ্ধান্ত নিতে হয় কী করবে সে। যদি ছক্কা হয়ে যায় তাহলে ম্যাচ তো আগেই শেষ হয়ে গেল। যখন বলে বলে রানের প্রয়োজন তখন সাবধানে খেলে প্রতি বলে সিঙ্গেল নিয়েই ম্যাচ বের করে নেয়া যায়। তবে এ ধরনের লক্ষ্যে ভয়ও আছে। যদি দু’একটা ডট বল হয় তাহলে ম্যাচ কঠিন হয়ে যায়। চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা।’

আগের ম্যাচে হারের জন্য সবাই যখন মুশফিকের সমালোচনা করছেন, তখন হাবিবুল বাশার কথা বলছেন এই উইকেট কীপার ব্যাটসম্যানের পক্ষেই। তিনি বলেন, ‘মুশফিক কিন্তু এমন পরিস্থিতে অনেকবার দলকে জিতিয়েছে। আমাদের চোখে হারটাই বেশি ধরা পড়ছে। প্রথম ম্যাচেও আমরা মুশফিকের ব্যাটে বড় স্কোর করেছি। সে আগেও একই পরিস্থিতির ম্যাচ বের করে দেখিয়েছে।’

রুবেল হোসেন কিছুদিন আগে ডেথ ওভারে বাংলাদেশের সেরা পেসার ছিলেন। কিন্তু হাবিবুল বাশার মনে করছেন, এখন নতুন করে ভাবার সময় এসেছে। তিনি বলেন, ‘একসময় রুবেলই ডেথ ওভারে আমাদের সেরা বোলার ছিল। কিন্তু সম্প্রতি সে মিডল ওভারগুলো ভালো করলেও শেষে ভালো করছে না। খুব খারাপ করছে। আমাদের ভাবার সময় এসেছে যে, শেষ পাঁচ ওভারে কে বল করবে। শেষটা ভালো করা জরুরি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!