স্বামীর হাত থেকে বাঁচতে চান দুই সন্তানের জননী রুবি 

  • কুমিল্লা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:৪১ পিএম

কুমিল্লা: কুমিল্লা জেলা ছাত্রদল নেতা পরিচয় দেওয়া স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর ভয়ে চারমাস পালিয়ে ছিলেন তিনি। অবশেষে দুইটি সন্তান নিয়ে নিরাপদে বেঁচে থাকার আকুতী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রুবি আক্তার নামে এক নারী।

বুধবার (৭ মে) বিকালে একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন। 

সংবাদ সম্মেলনে রুবি আক্তার অঝোরে কেঁদে বলেন, স্বামী জাকির হোসেন দরজা বন্ধ করে লোহা দিয়ে পিটিয়ে অসংখ্য বার আমাকে জখম করেছে। তার হাতে নির্যাতনের স্বীকার হয়ে বাবার বাড়িতে গিয়েও থাকতে পারতেছি না। যৌতুকের জন্য আমার বাপের বাড়িতে গিয়েও আমাকে এবং আমার বাবাকে নির্যাতন করেছে এবং আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। 

তিনি বলেন, স্বামীর নির্যাতন আর কত সইতে হবে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ। আমাকে দেখাশুনার কেউ নেই। আমি পালিয়ে এসে এই সংবাদ সম্মেলন করতেছি। 

জানা গেছে, কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার চার পাড়া গ্রামের প্রবাসী আব্দুল সাত্তারের মেয়ে রুবি আক্তারের সাথে ৯ বছর আগে একই জেলার মুরাদনগর উপজেলার গান্ধরা ভাবনার পাড় গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে জাকির হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক নির্যাতন করে আসছে তার স্বামী।

তিনি আরও বলেন, জাকিরের হাতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ভয়ে গত চার মাস পালিয়ে আছি। স্বামী নামক একজন চাঁদাবাজ, সন্ত্রাসী এবং নারী লোভী জাকির হোসেন ওরফে তোতলা জাকির। 

রুবি আক্তার বলেন, নির্যাতন করার জন্য সাহায্য করেছে তার মা রেখা বেগম, তার মায়ের দ্বিতীয় স্বামী নিরু মিয়া। আমাকে নির্যাতনের একটাই কারণ ছিলো তার সকল অপকর্মের বিষয় আমি জেনে যাওয়া। আমার ওপর এ অমানবিক নির্যাতন কেনো? প্রশাসনের কাছে স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে চাই। 

এ বিষয়ে জাকির হোসেনের নম্বরে কল দিয়ে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে ফোন বন্ধ করে দেন। 

আইএ