মা-ছেলে-মেয়ে হত্যা

উপদেষ্টার বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০২:৩২ পিএম

কুমিল্লার মুরাদনগরে মা-ছেলে-মেয়ে হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাকারী হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল মাস্টারের গ্রেপ্তার দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার। আজ সোমবার (৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

রুমা আক্তার বলেন, ভুক্তভোগী হয়েও আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। এখন বেঁচে থাকাও যেন কাল হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে শুরু থেকেই মদদ দিয়েছেন প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তাঁর ছত্রছায়ায় শিমুল চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা এই নৃশংসতা চালিয়েছে।

রুমা আক্তারের ভাষ্য অনুযায়ী, প্রথমে তাঁর মাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরে সন্তানরা বিচার চাইতে পারে—এমন আশঙ্কায় পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কান্নাজড়িত কণ্ঠে রুমা জানান, আমার মা একটি ছোট বিল্ডিং নির্মাণ করছিলেন, যেখানে স্থানীয় প্রভাবশালী শিমুল চেয়ারম্যান চেয়েছিলেন তাঁর মাধ্যমেই কাজ করাতে। আমার মা সেটা না করায় একাধিকবার চাঁদা চাওয়া হয়, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, বাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর আমরা কুমিল্লা ডিবি অফিসে লিখিত অভিযোগও দিয়েছিলাম।

তিনি আরও বলেন, হত্যার আগের দিন মোবাইল চুরির একটি ঘটনা কেন্দ্র করে আমাদের পাড়ায় উত্তেজনা ছড়ায়। একটি ছেলেকে মারধরের সময় তার বাবা আমার মায়ের কাছে সাহায্য চান। মা গিয়ে বলেন, ‘চোর মরে গেলে আশপাশের সবাই বিপদে পড়বে—থানায় দাও।’ এই কথাতেই ক্ষুব্ধ হয়ে বাচ্চু মেম্বার, শরীফ, আসিফসহ কয়েকজন মা’কে চোরের পক্ষ নেওয়ার অভিযোগে হেনস্তা করে।”

সংবাদ সম্মেলনে রুমা আক্তার জানান, ২ জুলাই রাতে শিমুল চেয়ারম্যান, আনু মেম্বার, মতিনসহ কয়েকজন এক গোপন বৈঠকে আমার মাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সেখানে টাকার লেনদেনও হয়।

তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডের পর আসামিদের আশ্রয়, প্রভাব বিস্তার, নির্যাতন, হুমকির মতো ঘটনা ঘটছে। বিচার না পাওয়ার আশঙ্কা ও নিজের পরিবারের নিরাপত্তাহীনতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনের বাইরে পরিবারের সদস্যদের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপদেষ্টা আসিফ মাহমুদের চাপের ফলশ্রুতি হিসেবে গণ্য করার অনুরোধও জানান রুমা আক্তার।

ওএফ