নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্মারকলিপি প্রদান

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৪০ পিএম
ফাইল ছবি

নারায়ণগঞ্জে সাংবাদিক অজিত দাসের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সঙ্গে হামলাকারী মাদক ব্যবসায়ী ব্ল্যাক জনি ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস শনিবার রাত ৯টার দিকে হামলার শিকার হন। এর আগে দুপুরে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি দেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, হামলার ঘটনায় আহত সাংবাদিককে আসামি হিসেবে নাম্বার ওয়ান করা খুবই দুঃখজনক এবং তা স্বাভাবিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা দাবি করেছেন, ব্ল্যাক জনি এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বন্দর উপজেলা সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবেন।

এসএইচ