আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পরও সংকট কাটেনি। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠকে বসেছেন জামায়াতসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে জোটের ভবিষ্যৎ নির্ধারণ ও করণীয় ঠিক করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত এক নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে রুদ্ধদ্বার বৈঠক চলছে এবং এ বিষয়ে রাত ৮টায় সংবাদ সম্মেলন করবে জামায়াত নেতৃত্বাধীন দলীয় জোট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন সমঝোতা নিয়ে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে জোটের ভেতরে অসন্তোষ ও অনিশ্চয়তা বাড়তে থাকে। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইরে রেখেই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুপুরের পর থেকেই জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। দীর্ঘ নাটকীয়তার পর বিকেলে বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এই জরুরি বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারা।
বৈঠক শেষে রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের অবস্থান ও ভবিষ্যৎ সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই স্পষ্ট হবে আসন সমঝোতা সংকটে ১০ দলীয় জোট কোন পথে এগোতে যাচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
আসন সমঝোতার টানাপোড়েনে জোট রাজনীতির এই নাটকীয় পরিস্থিতি এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসএইচ