রহস্যময় পোস্ট দিলেন জামায়াত আমির

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:৫৪ পিএম
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য আর থাকল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকার পাশাপাশি আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তায়ালাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলনের জোট ছাড়ার ঘোষণার প্রেক্ষাপটে এই পোস্টকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ‘ধৈর্য’ ও ‘সম্মান’-এর ওপর জোর দেওয়াকে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই।

এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আসন ভাগাভাগি চূড়ান্ত করে ঘোষণা দেয়। সে সময় ইসলামী আন্দোলনের জন্য কিছু আসন ফাঁকা রাখার কথাও জানানো হয়। তবে দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পরও জোটের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি।

এতেই ধারণা জোরালো হয় যে, ইসলামী আন্দোলন হয়তো জোটে থাকছে না। এর ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটি জোটে না থাকার ঘোষণা দেয় এবং এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে জামায়াতের বিরুদ্ধে আসন সমঝোতা, রাজনৈতিক অবস্থান ও পারস্পরিক আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলে ইসলামী আন্দোলন।

ইসলামী আন্দোলনের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। দলটি জানায়, আলোচনার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা হয়েছে এবং এখনো রাজনৈতিক সংলাপের পথ বন্ধ হয়নি।

এরই মধ্যে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জোট ভাঙনের উত্তপ্ত রাজনৈতিক আবহে তাঁর এই সংক্ষিপ্ত বার্তা অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ ও বহুমাত্রিক বলে বিবেচিত হচ্ছে।

এসএইচ