• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরীক্ষা দিলেন মা, ৩৫ দিনের সন্তানকে কোলে রাখলেন উপজেলা চেয়ারম্যান


রংপুর প্রতিনিধি নভেম্বর ১৫, ২০২১, ১০:২৩ এএম
পরীক্ষা দিলেন মা, ৩৫ দিনের সন্তানকে কোলে রাখলেন উপজেলা চেয়ারম্যান

উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি

রংপুর : এসএসসি পরীক্ষার্থীর নাম আয়েশা আক্তার। তিনি মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার ছাত্রী। এরই মধ্যে তার বিয়ে হয়েছে। জন্ম দিয়েছেন ফুটফুটে এক সন্তান। প্রসূত সন্তানকে নিয়ে দাখিল পরীক্ষা দিতে এসেছিলেন মা। ৩৫ দিনের সন্তানকে নিয়ে দেড় ঘণ্টা পরীক্ষা দিতে এসে সন্তানের কান্না যেন থামছিল না। 

আর সেই সন্তানের কান্না থামিয়ে পরীক্ষার দেড় ঘণ্টা মাতৃস্নেহে আগলে রাখলেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।

রোববার (১৪ নভেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব।

শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন সদর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্র সচিব নাছিমা জামান ববি। 

ছবিটি শেয়ার করে তিনি লিখছেন, ‘একজন ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশুনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’ ছবিটি শেয়ার করার পর দোয়া ও শুভকামনাসহ নানা রকম অনুভূতি ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, আমি কেন্দ্র সচিবের দায়িত্ব পালন কালে শিশুটিকে নিয়ে পরীক্ষা শুরুর কিছু সময় পূর্বে ওই শিক্ষার্থী এসেছিল। শিশুটিকে আমি তাৎক্ষণিক কোলে নেই। মায়ের দেড় ঘণ্টা পরীক্ষা চলাকালীন শিশুটি আমার কোলেই ছিল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!