• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁদা দাবি করতে গিয়ে ৩ ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার


গোপালগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০২১, ০২:১৭ পিএম
চাঁদা দাবি করতে গিয়ে ৩ ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ছবি (প্রতীকী)

গোপালগঞ্জ : রেললাইন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টিকার লাগানো প্রাইভেট কারসহ ৩ ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

রাতে (১৯ ডিসেম্বর) তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের কাছে আটক ৩ ভুয়া পুলিশ কর্মকর্তার বাড়ি সদর উপজেলার মাঝিগাতি গ্রামে।

প্রতারক চক্রের এই তিন সদস্য দীর্ঘদিন ধরে সাদা রংয়ের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৫-৮৭৩৬) ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদেরকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয়ে দিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো। 

চক্রের সদস্যরা শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জ রেললাইনে গিয়ে নিজেদের পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ছেলে মেয়েদের বিভিন্নভাবে ভয়ভীতি টাকা দাবি করে। এসময় তাদের চলাফেরা ও কথাবার্তা শুনে স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। 

রেললাইনে বেড়াতে যাওয়া ছেলে মেয়েরা একপর্যায়ে তাদেরকে ধরে গণধোলাই দিলে ভুয়া পুলিশ সাজার কথা স্বীকার করে। এরপর তাদেকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!