• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘২৪ ঘণ্টা না যেতেই ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি’


নারায়ণগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১১, ২০২২, ১১:৪৭ এএম
‘২৪ ঘণ্টা না যেতেই ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি’

সংবাদ সম্মেলনে তৈমুর আলম

নায়ারণগঞ্জ : ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তুলেছেন নায়ারণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম এসব কথা বলেন। 

তিনি বলেছেন, আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জে শোডাউনে এসে বলেছেন, তৈমুর ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। ২৪ ঘণ্টার মধ্যেই আমাকে রেজাল্ট দেখাবেন বলে হুমকি দিয়েছেন। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই আমি ঘুঘু এবং ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি।

তিনি আরও বলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সিদ্দিরগঞ্জ থানায় নির্বাচনি প্রচার কমিটির প্রধান সমন্বয়ক।  নির্বাচনি এজেন্ট নির্ধারণ এবং নির্বাচনি প্রচার সংক্রান্ত সব দায়িত্ব তার ওপর অর্পিত ছিল। আমি জানতে পেরেছি সোমবারই রবিকে গ্রেফতার করা হয়েছে। 

তৈমুর অভিযোগ করে বলেন, সরকারি দলের বড় বড় নেতাদের নারায়ণগঞ্জে এনে নানা উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তৃতা দেওয়ানো হচ্ছে। একজন সম্মানিত মেহমান বলেছেন যে, ‘তৈমুরকে মাঠে নামতে দেওয়া হবে না’।এসব করে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। 

সোনালীনিউজ/এমএএইচ 

Wordbridge School
Link copied!