• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলিতে ছাত্র-ছাত্রীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু


দিনাজপুর প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২২, ০১:০৩ পিএম
হিলিতে ছাত্র-ছাত্রীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু

করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

দিনাজপুর: করোনা প্রতিরোধে হিলিতে ১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মাঝে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পৌরসভা কার্যালয় ও আমদানি-রফতানি কারক গ্রুপের কার্যালয়ে এসব টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপের দুই দিনে মোট চার হাজর আটশ জন ছাত্র-ছাত্রীকে করোনার টিকা দেয়া হবে। আগামী বৃহস্পতিবারও এই টিকা দান কর্মসূচী চলবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হিলিতে ছাত্র-ছাত্রীদের জন্য মোট ৮ হাজার ৫শ টিকার চাহিদা হলেও প্রথম ধাপে টিকা পাওয়া গেছে ৪ হাজর ৮শ টি। এই টিকা দুই দিনে দিয়ে শেষ করা হবে। দ্বিতীয় ধাপে চাহিদা মাফিক টিকা এলে তা আবার দেয়া শুরু হবে।

বুধবার (১২ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬শ, পৌরসভা কার্যালয়ে ৯শও আমদানি-রফতানি কারক গ্রুপের কার্যালয়ে ৯শ করেমোট ২ হাজার ৪শ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া হবে। 

সোনালীনিউজ/এসআই/এসআই

Wordbridge School
Link copied!