• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ৫০ বছর পর বদ্ধভূমি থেকে মাথার খুলি উদ্ধার


শেরপুর প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২২, ১১:৫৫ এএম
স্বাধীনতার ৫০ বছর পর বদ্ধভূমি থেকে মাথার খুলি উদ্ধার

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদ নগর বদ্ধভুমি থেকে স্বাধীনতার ৫০ বছর পর মাথার খুলি ও কংকাল উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারী) বদ্ধভূমিটি সংরক্ষনের কাজ করতে গিয়ে ৪টি মাথার খুলি ও কংকাল উদ্ধার করা হয়। মাথার খুলি ও কংকালগুলো মুক্তিযোদ্ধা যাদু ঘরে সংরক্ষনের জন্য নেয়া হয়েছে।

জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের সময় আহম্মদ নগর পাক-হানাদার বাহিনীর ক্যাম্পে প্রতিনিয়ত মানুষ হত্যা করে গনকবর দেয়া হতো। দীর্ঘ ৫০ বছর পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে গনকবরটি সংরক্ষণের উদ্যোগ গ্রহন করে। গণপূর্ত অধিদফতরের বদ্ধভূমিটি সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে। 

রোববার রাজমিস্ত্রি শ্রমিকরা বদ্ধভূমির বাউন্ডারি নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে মাটির নিচ থেকে ৪ মাথার খুলি ও কংকাল বের হয়ে আসে। পরে গনপূর্ত প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে মাথার খুলি ও কংকালগুলো স্থানীয় মুক্তিযোদ্ধা যাদু ঘরে সংরক্ষনের জন্য নেয়া হয়ছে বলে জানা গেছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরনকারিদের ওই স্থানে গনকবর দেয়া হয়েছিল।

সোনালীনিউজ/এ/এসআই

Wordbridge School
Link copied!