• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সেনবাগে মাদরাসার সামনে বোমা বিস্ফোরণ, গ্রেফতার ২


নোয়াখালী প্রতিনিধি এপ্রিল ১৯, ২০২২, ০৪:৩৩ পিএম
সেনবাগে মাদরাসার সামনে বোমা বিস্ফোরণ, গ্রেফতার ২

মোস্তাফিজুর রহমান সুমন ও মোতালেব হোসেন প্রকাশ হৃদয়

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে মাদরাসার সামনে গিয়ে ইভটিজিং করার অভিযোগে পুলিশ দুই ইভটিজারকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হচ্ছেঃ উপজেলার দক্ষিন সাহাপুর গ্রামের হাজ্বী নুর মিয়ারি নতুন বাড়ির মোঃ হানিফের ছেলে মোতালেব হোসেন প্রকাশ হৃদয় (২৪) ও একই এলাকার বারেক মিয়ার বাড়ির সেলিমে ছেলে মোস্তাফিজুর রহমান সুমন (২৯)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউপির কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সামনে থেকে ওই দুই ইভটিজারকে এএআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গ্রেফতার করে।

মাদরাসার সুপার মাওলানা আক্তারুজ্জামান ফয়েজী জানায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকজন যুবক মাদসার সামনে এসে কয়েকটি হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে মাদরাসায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী দুই ইভটিজারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!