• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিত্যপণ্যের দাম কমার সুখবর দিতে পারছি না : বাণিজ্যমন্ত্রী


রংপুর প্রতিনিধি জুন ১, ২০২২, ০৩:৪৪ পিএম
নিত্যপণ্যের দাম কমার সুখবর দিতে পারছি না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ছবি : সংগৃহীত

রংপুর : ‘ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার কোনও সুখবর আপাতত দিতে পারছি না। কবে নাগাদ দাম কমবে তাও বলা যাচ্ছে না।’ বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মপরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে ভোজ্যতেল সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় কর্মশালায় রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঁইঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, স্থানীয় সরকার পরিচালক ফজলুল কবির ও রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!