• ঢাকা
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২২, ০১:৫৪ পিএম
আগুনে পুড়ে  ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

প্রতিনিধি

ময়মনসিংহ: হঠাৎ লাগা আগুনে চোখের সামনে স্বপ্নের দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নও সেই সঙ্গে পুড়ে গেল। সারা জীবনের পুঁজি এবং উপাজর্নের একমাত্র অবলম্বন চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল তাদের। দেখা ছাড়া কিছুই যেন করার ছিলনা তাদের। এখন শুধুই আক্ষেপ। 

ময়মনসিংহের নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী দক্ষিণ বাজারে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

এসময় দুটি ফার্মেসি,দুটি কসমেটিকসের দোকান ও একটি অটোরিকশা সার্ভিসিং দোকান আগুনে পুড়ে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাজারের সভাপতি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন,মো.নজরুল ইসলাম, নাসির উদ্দিন, মানিক মিয়া, রাসেল মিয়া, এবং মিজানুর রহমান মিন্টু। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বাজারের অটোরিকশা সার্ভিসিং দোকানে প্রথম আগুন লাগে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলী প্রধান জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর স্থানীয়রা ফোন করে জানালে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

অটোরিকশা সার্ভিসিং দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

সরেজমিনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বীরকামট খালী দক্ষিণ বাজারে গিয়ে দেখা যায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে শত শত মানুষ ছুটে আসছেন।

কসমেটিকস ও লাইব্রেরি দোকানের মালিক মো. নজরুল ইসলাম বলেন, আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। ঘরটি নির্মাণ করতে খরচ হয়েছিল ১৫ লাখ টাকা। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

আরেক কসমেটিকস দোকানদার নাসির উদ্দিন বলেন,‘আমার দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। বীরকামট খালী দক্ষিণ বাজারের সভাপতি মো. আব্দুস সাত্তার বলেন, সব মিলিয়ে আগুনে অন্তত ১কোটি টাকার ক্ষতি হয়েছে।’

সোনালীনিউজ/এমএ/এসআই

Wordbridge School
Link copied!