• ঢাকা
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০

হবিগঞ্জের সঙ্গে সারাদেশে বাস চলা বন্ধ


হবিগঞ্জ প্রতিনিধি অক্টোবর ৮, ২০২২, ১২:১৫ পিএম
হবিগঞ্জের সঙ্গে সারাদেশে বাস চলা বন্ধ

হবিগঞ্জ : আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রেখেছেন চালকরা। জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে হবিগঞ্জ থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে বাস চলাচল পুনরায় শুরু হবে। হবিগঞ্জে মটর মালিক গ্রুপের আওতাধীন সকল গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রেখেছেন চালকরা।

হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে বলেন, শনিবার যে বাস চলাচল বন্ধ থাকবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আমরা আগেই যাত্রীদের জানিয়েছি। যে কারণে যাত্রীদের তেমন দুর্ভোগ হবে না। তবুও সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাইছি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School