• ঢাকা
  • শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নিহত


সাতক্ষীরা প্রতিনিধি নভেম্বর ২৫, ২০২৩, ১০:৪০ এএম
সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নিহত

সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।

শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। আহত হয়েছেন প্রাইভেটকারের চালক সজীব।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে খুলনা থেকে প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে আসছিল। পথে তালতলার বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। গুরতর আহত হন গাড়িটির চালক। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি মহিদুল জানান, নিহতরা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ভারতীয় রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তারা সাতক্ষীরায় স্বজনদের কাছে বেড়াতে এসেছিলেন।

তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এমটিআই

Wordbridge School
Link copied!