• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


পাবনা প্রতিনিধি ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৭:০৫ পিএম
পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছবি প্রতিনিধি

পাবনা: পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ এর আয়োজনে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতর কার্যালয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে এর উদ্বোধন হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। এর আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়।

পরে চ্যাম্পিয়ন ট্রফির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা স্ট্রাইকার বনাম যশোর ফ্যালকন।

পরে ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। আগামী ২ মার্চ (শনিবার) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে ও প্রধান সহকারী ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ্, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু, পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহকারী নির্বাহী প্রকৌশলী (চুয়াডাঙ্গা) চাঁদ আহমেদ, সহকারী নির্বাহী প্রকৌশলী (রাজবাড়ি) হাবিবুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী (যশোর) গৌতম বিশ্বাস, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম।

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যশোর, রাজবাড়ি, চুয়াডাঙ্গা রেলওয়ে অঞ্চলের রেলওয়ে কর্মচারীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ধারা ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ধারা ভাষ্যকার খোরশেদ আলম।

উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা স্ট্রাইকার ৭ উইকেটে যশোর ফ্যালকনকে পরাজিত করে। ২০ ওভারের খেলায় টসে জিতে ব্যাটে নেমে ১৪ ওভারে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় যশোর ফ্যালকনের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা স্ট্রাইকার ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান করে জয়ী হয়।

ওয়াইএ

Wordbridge School
Link copied!