• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মাদ্রাসারা শিক্ষার্থীর


লালমনিরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০৩ পিএম
ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মাদ্রাসারা শিক্ষার্থীর

লালমনিরহাট: লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ৫ টার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গার তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে মালবাহী একটি ট্রাক মিশনমোড় হয়ে রংপুরের দিকে যাওয়ার পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিনিময় ফিলিং স্টেশনের সামনে সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে মাদ্রাসা ছাত্র সাইকেল ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাইকেলে থাকা অপর আরোহী প্রাণে বেচে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে যায়।

নিহতের নিকটাত্মীয়রা জানান, বিকেলে সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো আব্দুল্লাহ। ঘুরতে বের হয়ে বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহর মৃত্যু হয়। 

লালমনিরহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ হোসেন বলেন, বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ লাইনসের সামনে ছিলাম। হঠাৎ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক কিশোরের নিহতের ঘটনা ঘটে। পরে দ্রুত মোটরসাইকেল চালিয়ে গিয়ে ট্রাকের সামনে অবস্থান নিলে চালক ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। তবে ট্রাকটিকে আটক করা হয়েছে।

এসএ/এসআই

Wordbridge School
Link copied!