• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

চারুকলার প্রতি আমার ভালো লাগা কাজ করে : জ্যোতির্ময়ী চন্দ


কুমিল্লা প্রতিনিধি মে ৯, ২০২৪, ১১:৫৮ এএম
চারুকলার প্রতি আমার ভালো লাগা কাজ করে : জ্যোতির্ময়ী চন্দ

কুমিল্লা: ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) তে অনার্স ৪র্থ বর্ষে চারুকলা বিভাগে শিক্ষার্থী জ্যোতির্ময়ী চন্দ (২৪)। এখন প্রকৃতির সান্নিধ্যে ঘুরে ঘুরে ছবি আঁকেন তিনি। তৈরি করেন বিভিন্ন ছবি।

জ্যোতির্ময়ী চন্দ বাড়ি কুমিল্লা রানীর দিঘির পূর্ব পাড়ে। বর্তমানে থাকছেন ঢাকা ধানমণ্ডি এলাকায়। বেশির ভাগ সময় ছবি এঁকে সময় কাটান তিনি।

কখনো কখনো ছবি আঁকার জন্য নিবিড় কোনো গ্রামে চলে যান জ্যোতির্ময়ী চন্দ। সেখানে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন গ্রামবাংলার নানা ঐতিহ্য। এরই মধ্যে তাঁর বেশ কয়েকটি শিল্পকর্ম জায়গা করে নিয়েছে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায়।

গত সপ্তাহের এক সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন তিনি। এ সময় কুশল বিনিময় শেষে নিজের কাজ প্রসঙ্গে জ্যোতির্ময়ী চন্দ বলেন, আমি ৩০০ টি পেরেক দিয়ে একই সুতায় বার বার ঘুরিয়ে সূতাকাব্যটি করেছি। এতে প্রায় ৪৫০০ টি সুতোর প্যাচ আছে। যার হাত ধরে বাংলাদেশের সূচনা,আমাদের জাতির পিতা, ওনার প্রতিচ্ছবিটি তুলে ধরার চেষ্টা করেছি৷ এখানে কালো সূতো ব্যবহারের ভাবার্থ শোক প্রকাশ।

পড়াশোনা শেষে শিল্পচর্চা চালিয়ে যাওয়ার প্রসঙ্গে জানতে চাই। জ্যোতির্ময়ী চন্দ বলেন, চারুকলার প্রতি আমার ভালো লাগা কাজ করে। আমার ইচ্ছা আছে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে অন্যরকম চিত্রকর্ম তুলে ধরা। ওয়াটার কালার, এক্রেলিক মিডিয়া ছাড়াও চারুকলায় অনেক মিডিয়া আছে। আমার ইচ্ছা অন্যরকম কিছু তুলে ধরা৷ এছাড়াও আমার স্নাতকের পর আমি ‘ছাপচিত্র’ নিয়ে কাজ করতে চাই।

এম/এসআই

Wordbridge School
Link copied!